খুলনায় “স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত’

SEIAM

২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) বেসরকারী উন্নয়ন সংস্থা “সিয়াম” এর আয়োজনে “আগামী প্রজন্মের জন্য আমরা এবং সুস্থ দেশের আশায় দুই চাকায়” এই স্লোগানকে সামনে রেখে “স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা’র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

“স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজ সরকার, মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা। খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুদ্দিন আহমেদ, সমন্বয়কারী, বাংলাদেশ তামাক বিরোধী জোট।

এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী পরিচালক, সিয়াম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ , বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল,মাসাস এর নির্বাহী পরিচালক এডভোকেট শামীমা সুলতানা শিলু,নিরাপদ সড়ক চাই আন্দোলনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক আবু তাহেরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা- কর্মচারীগণ।

উল্লেখ্য সিয়ামের ৫ জন স্বেচ্ছাসেবী বাংলাদেশে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন, তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন, কার্বন মুক্ত যানবাহনের ব্যবহার, স্বাস্থ্যকর খাবার গ্রহন, মাঠ, পার্ক, জলাশয় রক্ষা সহ নানাবিধ দাবি নিয়ে বাংলাদেশের বাংলাবান্ধা (পঞ্চগড়) হতে ইনানী (কক্সবাজার) পর্যন্ত সাইকেল চালিয়ে ক্রস কান্ট্রি প্রচারনা করবে। এ যাত্রাটি “স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” নামে অভিহিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Get Exclusive Discounts and More!

Join Our Newsletter

Sign up for our newsletter to stay updated on our latest pool cleaning and maintenance services. As a subscriber, you’ll receive exclusive discounts, special offers. Enter your email below to join our community!

Keeping your community clean and green, one pickup at a time for a healthier tomorrow for a clean earth & clear future.

Address :

Info :